কুমিল্লা জেলার দেবিদ্বারে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৪০) মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের কোটনা গ্রামের একটি ধানের জমি থেকে বুধবার সকালে মরদেহ উদ্ধার করা হয়।
দেবিদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সোহেল জানান, সকাল সোয়া ১০টার দিকে স্থানীয় লোকজন ধানের জমিতে অজ্ঞাতনামা একটি মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এসআই মো. সোহেল আরও জানান, মরদেহে পচন ধরায় স্থানীয়রা শনাক্ত করতে পারেনি। তবে উদ্ধারকৃত মরদেহটি ওই এলাকার কোনো ব্যক্তির নয়। ধারণা করা হচ্ছে অন্য কোনো এলাকায় ওই ব্যক্তিকে হত্যা করে সপ্তাহ খানেক আগে এখানে ফেলে দেওয়া হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৭ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন