সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পাবনার নাইট স্টার পরিবহনের শ্রমিকদের মারপিট ও গাড়ি ভাংচুরের প্রতিবাদে অনির্দিষ্টকালের ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে।
বুধবার দুপুরে পাবনা ও সিরাজগঞ্জ জেলার পরিবহন শ্রমিকদের সাথে এক বৈঠকে প্রশাসনের হস্তক্ষেপে এই ধর্মঘট প্রত্যাহার করে নেন শ্রমিকরা।
পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ খান বলেন, গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাবনা থেকে ঢাকাগামী নাইট স্টার পরিবহনের একটি যাত্রীবাহী কোচ উল্লাপড়া পৌঁছলে উল্লাপাড়ার শ্রমিকরা গাড়িটিতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও শ্রমিকদের মারপিট করে। এরই প্রতিবাদে তাৎক্ষণিক সিদ্ধান্তে পাবনা জেলা শ্রমিক ইউনিয়ন ও মোটর মালিক গ্রুপ পাবনা থেকে সকল রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আহবান করে। সোমবার রাত ৮টা থেকে শুরু হওয়া এই পরিবহন ধর্মঘটের ফলে হাজার হাজার যাত্রী সাধারন চরম দুর্ভোগে পড়ে। বিষয়টি মাথায় নিয়ে পাবনা জেলা প্রশাসনের আহবানে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সমঝোতা বৈঠকের পর সর্ব সম্মতিক্রমে এই সিদ্ধান্ত ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
এ বিষয়ে পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের লাইন সম্পাদক আলাল উদ্দিন আলাল জানান, সামান্য কারনেই সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার শ্রমিকরা পাবনা শ্রমিকদের উপর অন্যায় অবিচার ও নির্যাতন চালায়। বৈঠকে এ সমস্ত বিষয়াদি নিয়েও আলোচনা করা হয়। বৈঠকে পাবনা ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন মোটর শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও পাবনা জেলা প্রশাসক রেখা রানী বালোসহ ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত সোমবার দিবাগত রাত ৮টা থেকে এই পরিবহন ধর্মঘট শুরু হয় এবং বুৃধবার বিকেল ৩টার পর থেকে পাবনা থেকে জেলার বিভিন্ন রুটে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
বিডি-প্রতিদিন/২৭ এপ্রিল, ২০১৬/মাহবুব