রাজশাহীর চারঘাট ও পুঠিয়া উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন।
বুধবার চারঘাটের আস্করপুর এবং পুঠিয়ার বড় সেনভাগ এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
চারঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নিবারণ চন্দ্র বর্মন জানান, সকাল ৭টার দিকে চারঘাটের আস্করপুর গ্রামের মুকুল আলীর মেয়ে মিম (৭) স্কুলে যাচ্ছিল। পথে রাস্তা পার হতে গিয়ে ভুটভুটির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।
এদিকে পুঠিয়া উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় পাওয়ার টিলারের চালক নিহত হয়েছেন। বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার সেনভাগ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন নাটোর সদর উপজেলার তৌকিয়ার বাসিন্দা ও পাওয়ার টিলার চালক নাজমুল হক (২৫)।
পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, ঢাকা থেকে রাজশাহীগামী দেশ ট্রাভেলস-এর একটি বাস দাঁড়িয়ে থাকা পাওয়ার টিলারকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নাজমুলের মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/ ২৭ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন