মাগুরার শালিখা উপজেলার সোনাকুড় গ্রামে পান্নু বিশ্বাস নামে এক যুবক তার মা রিজিয়া বেগমকে (৬০) কুপিয়ে হত্যা করেছে। বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
তরিকুল ইসলামসহ এলাকার আরও অনেকের সাথে কথা বলে জানা গেছে, জমিজমা ও টাকা পয়সার নানা বিষয় নিয়ে বাবা মোকসেদ বিশ্বাস ও মা রিজিয়া বেগমের সাথে পান্নু বিশ্বাসের প্রায়ই কথা কাটাকাটি হতো। বুধবার বিকালে কথা কাটাকাটির এক পর্যায়ে সে ধারালো অস্ত্র দিয়ে মাকে উপর্যুপরি আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় এলাকাবাসী পান্নুকে ধারালো অস্ত্রসহ আটক করে পুলিশে দেয়।
মাগুরার সহকারি পুলিশ সুপার সুদর্শন কুমার রায় জানান, অতীতে পান্নু নিজের নামে জমি লেখে দেওয়ার দাবীতে বাবা-মাকে ঘরের মধ্যে আটকে বসত ঘরে আগুন লাগিয়ে দিয়েছিল। এ সময়ে এলাকাবাসী তার বাবা-মাকে উদ্ধার করে এবং তাকে পুলিশে দেয়। কিন্তু পরবর্তীতে সে জামিন পায়। বুধবার বিকালে মায়ের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে। পুলিশ পান্নুকে আটক করে জিজ্ঞাসবাদ করছে। রিজিয়া বেগমের লাশ মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/২৭ এপ্রিল, ২০১৬/মাহবুব