মাদারীপুরের শিবচর উপজেলার কাওড়াকান্দি ঘাট থেকে বুধবার রাত সাড়ে ৮টার দিকে ১০৬ ভরি স্বর্ণ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শিবচর উপজেলার কাওড়াকান্দি ঘাটের একটি স্পীডবোটে তিন যাত্রী উঠে। এসময় কিছু না বলেই তারা একটি কাপরের ব্যাগ ফেলে যায়। এসময় স্পীডবোটের চালকের সন্দেহ হলে ঘাটের পুলিশকে খবর দেয়। পুলিশ ওই ব্যাগ থেকে ১০৬ ভরি স্বর্ণ উদ্ধার করে। ধারনা করা হচ্ছে স্বর্ণালঙ্কারগুলো হয়ত চুরি বা ডাকাতি করা।
শিবচর থানার ওসি মো. জাকির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে তবে কারা ফেলে রেখে গেছে তাদের সম্পর্কে কিছু জানা যায়নি।
বিডি-প্রতিদিন/ ২৭ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন