বান্দরবানে তৃতীয় ধাপে ইউপি নির্বাচনে প্রশাসনের যোগসাজশে জাল ব্যালট পেপারের মাধ্যমে আ'লীগের ব্যাপক ভোট ডাকাতিসহ জেএসএস ও পিসিপির সদস্যদের ওপর আ'লীগের হামলার প্রতিবাদে জনসংহতি সমিতির বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
বুধবার সকালে জেলা সদরের মধ্যম পাড়াস্থ জনসংহতি সমিতির দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি বান্দরবান বাজার প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে এসে শেষ হয়। পরে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে এক সমাবেশ অনুষ্টিত হয়।
জনসংহতি সমিতির জেলা সাধারণ সম্পাদক ও রোয়াংছড়ি উপজেলা চেয়ারম্যান ক্যবামং মারমার সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জনসংহতি সমিতির কেন্দ্রীয় নেতা জলিমং মার্মা, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সভানেত্রী ও সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ওয়াইচিং প্রু মার্মাসহ প্রমূখ।
এসময় বক্তারা অভিযোগ করে বলেন, প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহযোগিতায় বান্দরবানের ইউপি নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে। জেএসএস প্রার্থীদের হারাতে বিভিন্ন অপকৌশল অবলম্বন করেছে ক্ষমতাশীন আ'লীগ। এছাড়া আ'লীগের কর্মীরা নির্বাচনে অপকৌশলে জয়লাভ করেও জনসংহতি সমিতির বিভিন্ন নেতাকর্মীর ওপর হামলা চালাচ্ছে। এসময় বক্তারা আ'লীগ কর্তৃক ছাপানো জাল ব্যালট পেপারের মাধ্যমে ভোট ডাকাতির ইউপি নির্বাচন বাতিল পূর্বক পুন:নির্বাচন ও নির্বাচন পরবর্তী জনসংহতি সমিতির কর্মীদের ওপর হামলাকারী দোষীদের দ্রুত গ্রেফতার করে তাদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।
বিডি-প্রতিদিন/ ২৭ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন