রংপুরের মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়নে বজ্রপাতে দু'জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- ইউনিয়নে মৃত খায়রুজ্জামানের ছেলে জাবেদ আলী (৬২) ও একই এলাকার মৃত সাত্তার মিয়ার ছেলে মোজাম্মেল হোসেন (৫০)।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ন কবির জানান, রাতে কাফ্রিখাল এলাকায় ঝড় হয়। ঝড়ের পর বজ্রপাতের ঘটনায় দু’জনের মৃত্যু হয়।
এছাড়া আরো দু’জন আহত হয়েছেন। তাদেরকে মিঠাপুকুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৭ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন