গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায় বজ্রপাতে দু'জনের মৃত্যু হয়েছে। তারা হলেন- গোলাপ উদ্দিন (৪২) ও ভিক্ষু মিয়া (৩৬)।
এসময় নৌকার মাঝি মোজাম্মেল হকসহ (৫০) দু’জন আহত হন।
ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের ব্রম্মপুত্র নদের জিঘাবাড়ি ঘোন এলাকায় বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
গোলাপ উদ্দিন ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের পশ্চিম খাটিয়ামাড়ি গ্রামের মৃত্যু জহর উদ্দিন মন্ডলের ছেলে ও ভিক্ষু মিয়া একই ইউনিয়নের পূর্ব খাটিয়ামাড়ি গ্রামের মৃত্যু হাসেন প্রমাণিকের ছেলে।
ফজলুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জয়নাল আবেদিন জালাল জানান, গোলাপ উদ্দিন ও ভিক্ষু মিয়া মহিষ ও গোড়া কেনার জন্য দেওয়ানগঞ্জের সারন্দাবাড়ি হাটে যান। সেখান থেকে তারা দুটি মহিষ ও একটি ঘোড়া কিনে ব্রম্মপুত্র নদ হয়ে নৌকা করে বাড়ি ফিরছিলেন। এসময় নৌকায় দুই নারীসহ আরও ৪-৫ জন যাত্রী ছিল। নৌকাটি এরেন্ডাবাড়ী ইউনিয়নের ব্রম্মপুত্র নদের জিঘাবাড়ি ঘোন এলাকায় পৌঁছিলে আকাশে বিদ্যু চমকাতে থাকে। পরে বৃষ্টির সঙ্গে হঠাৎ করে বজ্রপাতে ঘটনা ঘটে। এতে গোলাপ উদ্দিন ও ভিক্ষু মিয়া ঘটনাস্থলেই মারা যান। এছাড়া নৌকার মাঝি মোজাম্মেল হকসহ দু'জন গুরুত্বর আহত হন।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. খায়রুল বাশার নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/ ২৮ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন