বরিশালের বানারীপাড়া উপজেলার সন্ধ্যা নদীতে ট্রলারের ধাক্কায় নৌকা ডুবে নানার মৃত্যু হয়েছে। কিন্তু সেই সময় নিখোঁজ নাতির সন্ধান পাওয়া যায়নি।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নানার নাম আনোয়ার ব্যাপারী (৫৫)। তার বাড়ি উপজেলার ব্রাহ্মণকাঠী গ্রামে। নিখোঁজ নাতি মাহিনের বয়স ছয় বছর।
বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান জানান, উপজেলার খোদাবক্স গ্রাম থেকে আনোয়ার তার স্ত্রী সালেহা বেগম এবং নাতি মাহিনকে নিয়ে নিজে নৌকা চালিয়ে নিজ বাড়ি ব্রাহ্মণকাঠী যাচ্ছিলেন। পথে একটি ট্রলার ধাক্কা দিলে তাদের নৌকাটি ডুবে যায়। এ সময় সালেহা সাঁতরে তীরে উঠলেও নানা এবং নাতি ডুবে যায়।
পরবর্তীতে স্থানীয়রা নদী থেকে আনোয়ারের মৃতদেহ উদ্ধার করলেও নাতি মাহিনকে খুঁজে পায়নি। তার খোঁজে নদীতে তল্লাশি চালিয়ে যাচ্ছে পুলিশ এবং ডুবুরিদের একটি দল।
বিডি-প্রতিদিন/ ২৮ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন