'গরিব দু:খীর বিচার পাওয়ার অধিকার, বর্তমান সরকারের অঙ্গীকার' এই স্লোগানকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে নেত্রকোনায় পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০১৬।
জেলা আইনগত সহায়তা প্রদান সংস্থা, নেত্রকোনার উদ্যোগে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি জেলা জজ আদলত ভবন থেকে বের হয়ে জয়নগর, মোক্তারপাড়া, শহীদ মিনার সড়ক প্রদক্ষিণ করে আরামবাগ হয়ে পুনরায় জেলা জজ আদালত ভবনে গিয়ে শেষ হয়।
র্যালিতে নেতৃত্বদেন জেলা ও দায়রা জজ এবং লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান কে এম রাশেদুজ্জামান।
এ সময় জেলা প্রশাসক ড. মোঃ মুশফিকুর রহমান, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ড. আবুল কাশেম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রকনুজ্জমান, যুগ্ম জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড অফিসার আফিয়া বেগম, জেলা বারের সভাপতি এডভোকেট লিয়াকত আলী খান, সম্পাদক আমিনুল হক মুকুল, লিগ্যাল এইড প্যানেল আইনজীবী এম এ আওয়ার সেলিম সহ অন্যান্য এডভোকেট ও লিগ্যাল এইড কমিটির সদদ্যরা র্যালিতে অংশ নেন।
বিডি-প্রতিদিন/ ২৮ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন