আম ও আমজাত পণ্যের রপ্তানী সুযোগ বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা আজ বৃহস্পতিবার সকালে কানসাটে অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ১০টায় কানসাট সাফুদ্দিন মেমোরিয়াল ফাজিল মাদ্রাসার হলরুমে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ইরতিজা আহসান।
কানসাট আম আড়ৎদার ব্যবসায়ী সমিতি সমন্বয় কমিটির সভাপতি মোঃ আবু তালেবের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সহসভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল হান্নান হানু। কর্মশালায় আম চাষী ও ব্যবসায়ীদের প্রশিক্ষণ প্রদান করেন আম গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. জমির উদ্দিন, জেলা উদ্যান তত্ত্ব কেন্দ্রের উপ-পরিচালন ড. শরিফুল ইসলাম।
এগ্রো প্রডাক্টস বিজনেস কাউন্সিল, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় বাংলাদেশ ম্যাঙ্গো মার্চেন্টস এ্যাসোসিয়েশন এই কর্মশালার আয়োজন করে।
বিডি-প্রতিদিন/ ২৮ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন