কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুল লতিফ (৬৬) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পৌরসভার লক্ষীপুর গ্রামের কলিমুল্লাহ মুন্সি বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, আবদুল লতিফ আজ সকালে নিজ বাড়ির একটি সবজি ক্ষেতে সেচ দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন লতিফকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বিডি-প্রতিদিন/২৮ এপ্রিল ২০১৬/শরীফ