খাগড়াছড়িতে লিগ্যাল এইড দিবস উপলক্ষ্যে শহরে গত বৃহস্পতিবার সকাল ৯ টায় এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি আদালত প্রাঙ্গন থেকে শুরু করে পুনরায় জজ কোর্টের সামনে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।
এতে প্রধান অতিথি বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী। তিনি পুলিশ ও ম্যাজিষ্ট্রেসি ও আইনজীবিদের ব্যাপক প্রচার-প্রচারের মধ্যে দিয়ে লিগ্যাল এইড এর কার্যক্রম প্রচারের আহ্বান জানান।
সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ এবং লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এনামুল হক ভূঁইয়া। 'গরীব দু:খির বিচার পাওয়ার অধিকার বর্তমান সরকারের অঙ্গিকার' এই প্রতিপাদ্য বিষয়ের উপর বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: হয়াহিদুজ্জমান। পুলিশ সুপার মো: মজিদ আলী, অতিরিক্ত চীফ জুডিসিয়েল ম্যাজিষ্ট্রেড রোকেয়া আক্তার, পৌর মেয়র মো: রফিকুল আলম, উপজেলা চেয়ারম চঞ্চমনি চাকমা।
স্বাগত বক্তব্য রাখেন যুগ্ন জেলা ও দায়রা জজ আব্দুল আল- মামুন ও সিনিয়র জুডিসিয়েল ম্যাজিষ্ট্রেড আবু সুফিয়ান মো: নোমান। আলোচনা সভা র্যালিতে আইনজীবি, এনজিও কর্মী সাংবাদিক ও বিভিন্ন শ্রেণির পেশার মানুষ অংশ নেয়।
বিডি-প্রতিদিন/ ২৮ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন