সারাদেশের কর্মসূচির অংশ হিসেবে সরকারি কোষাগার থেকে পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের বেতন পাওয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ঠাকুরগাঁও পৌরসভা কর্মকর্তা-কর্মচারি এসোসিয়েশন।
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের চৌরাস্তায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচি চলাকালে সংগঠনের সভাপতি ও পৌর সচিব রাশেদুল আলম ও সাধারণ সম্পাদক হামিদুর রহমান, হাবিব মোহাম্মদ হাসানুর রহমান পাপ্পুসহ বক্তারা সরকারি কোষাগার থেকে পৌরসভা কর্মকর্তা-কর্মচারীর বেতন দেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান।
এর আগে পৌরসভা চত্বর থেকে একটি মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে। পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্বারকলিপি প্রদান করেন।
বিডি-প্রতিদিন/২৮ এপ্রিল ২০১৬/শরীফ