এলজিআরডি মন্ত্রী খন্দকার মোশারফ হোসেন এমপির অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে তার ডাকা সংবাদ বর্জন করেছেন টাঙ্গাইল প্রেসক্লাব ও মির্জাপুর উপজেলা প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মির্জাপুর কুমুদিনী হাসপাতাল পরিদর্শন শেষে মন্ত্রী খন্দকার মোশারফ হোসেনের সঙ্গে সাংবাদিকরা কথা বলতে চাইলে তিনি সাংবাদিকদের সঙ্গে এই অসৌজন্যমূলক আচরণ করেন। এর প্রতিবাদে তাৎক্ষণিক সাংবাদিকরা তার সকল প্রকার সংবাদ বর্জন করেন।
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন আজ বৃহস্পতিবার সকাল ৯টায় মির্জাপুর কুমুদিনী হাসপাতালে পৌঁছান। এ সময় তিনি কুমুদিনী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুড়ে দেখেন। ভারতেশ্বরী হোমস’র ছাত্রীদের কুচকাওয়াজ পরিদর্শন, ডিসপ্লে পরিদর্শন ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যাওয়ার সময় টিভি সাংবাদিকরা কথা বলার অনুরোধ জানালে তিনি সাংবাদিকদের গালমন্দ করেন। এরপর মন্ত্রীর বংশাই নদীর ওপর ব্রীজ উদ্বোধন ও জনসভায় বক্তৃতা দেয়ার কথা রয়েছে। নবনির্মিত বংশাই ব্রীজের নামকরণ একাব্বর হোসেন এমপির নামে হওয়ায় ক্ষিপ্ত হয়ে উঠেন মন্ত্রী। এ নিয়ে একাব্বর হোসেন এমপিকেও তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/২৮ এপ্রিল ২০১৬/শরীফ