লক্ষ্মীপুরে ইসমাইল হোসেন মানিক ও কামরুল ইসলাম নামের দুই আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে নিজ বাড়ি থেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে তাদের হত্যা করা হয়েছে। সদর উপজেলার বাঙ্গাখা ইউনিয়নের রাজিবপুর গ্রামের একটি খালী মাঠ থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে শুক্রবার সকাল ৯ টার দিকে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত মানিক স্থানীয় মৃত সেকান্তর হোসেনের ছেলে ও কামরুল ইসলাম ব্যবসায়ী শামছুল করিমের ছেলে। তারা দু'জনই স্থানীয় আওয়ামী লীগ কর্মী ও একই গ্রামের বাসিন্দা বলে জানা যায়।
স্থানীয় এলাকাবাসী ও নিহতের পরিবার জানায়, রাত ১টার পরে পৃথকভাবে কে বা কারা মোবাইল ফোনে মানিক ও কামরুলকে ঘর থেকে ডেকে নিয়ে যায়। এরপর সকালে স্থানীয় ইউছুফ ডাক্তারের বাড়ির পাশের একটি খালী মাঠে তাদের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে।
ঘটনাস্থলে আসা নিহত কামরুলের মামা নুর আলম জানান, কে বা কারা তাকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায়। সকালে হত্যার সংবাদ পান বলে জানান।
মানিকের মেয়ে জেনী জানান, সম্প্রতি স্থানীয় সন্ত্রাসী রিপন ও সংগ্রাম তার বাবাকে হত্যার হুমকি দেন।
লক্ষ্মীপুরের সহকারি পুলিশ সুপার সার্কেল মো. নাসিম মিয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিজেদের মধ্যে বিবাদে এ জোড়া খুনের ঘটনা ঘটেছে। নিহতদের বিরুদ্ধে মাদক, ডাকাতি ও চুরিসহ একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি। লাশ দুটি উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ