নীলফামারীর সৈয়দপুরে বাসের ধাক্কায় আব্দুস সামাদ (৫৫) নামে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ৭টার দিকে সৈয়দপুর-রংপুর মহাসড়কের হাজীর বটতলার কাছে এ দুর্ঘটনা ঘটে। আব্দুস সামাদ উপজেলার কামারপুকুর ইউনিয়নের কুজিপুকুর গ্রামের বাসিন্দা ও পেশায় কসাই ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে গরু জবাই করার উদ্দেশে বাড়ি থেকে সাইকেলযোগে স্থানীয় চিকলি বাজারে যাচ্ছিলেন সামাদ। এ সময় গ্রামীণ কাঁচা সড়ক থেকে মহাসড়কে ওঠার সময় দ্রুতগামী একটি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।
বিডি-প্রতিদিন/২৯ এপ্রিল ২০১৬/শরীফ