নাশকতায় আশঙ্কায় গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে মিজানুর রহমান (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল দিবাগত গভীর রাতে সেখানকার মতির মোড় এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। তিনি উপজেলার ডহরপাড়া গ্রামের চাঁদ মিয়ার ছেলে।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, মিজানুর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা হত্যা মামলার অন্যতম আসামি সরোয়ার হোসেনের ছোট ভাই ও হরকাতুল জিহাদ নেতা মু্ফতি আব্দুল হান্নান মুন্সীর বেয়াই।
তিনি জানান, আগামীকাল শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটালীপাড়া সফর করবেন। ওই যুবক এলাকায় নাশকতা ঘটাতে পারে এমন আশঙ্কায় তাকে আটক করা হয়েছে।
বিডি-প্রতিদিন/২৯ এপ্রিল ২০১৬/শরীফ