নাটোরের বড়াইগ্রাম উপজেলার কামারদহ গ্রামের এক কলাবাগান থেকে আশরাফুল (৩০) নামে এক কৃষকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত নয়টার দিকে এ লাশ উদ্ধার করা হয়।
আশরাফুল উপজেলার কায়েমকোলা গ্রামের গরু ব্যবসায়ী আবুল হোসেনের পুত্র। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ধারণা তাকে বৃহস্পতিবার সন্ধ্যার পর দুর্বৃত্তরা অপহরণ করে কলাবাগানে নিয়ে এসে শ্বাসরোধে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে।
পরে স্থানীয়রা বাগানের ভিতর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ময়না তদন্তের জন্য লাশটি শুক্রবার সকালে নাটোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং হত্যার রহস্য উদঘাটনের জন্য গত রাত থেকেই জোর পুলিশী তৎপরতা চলছে।
বিডি-প্রতিদিন/২৯ এপ্রিল ২০১৬/ হিমেল-০৬