বাগেরহাটের মোরেলগঞ্জ সদর বাজারে একটি মোবাইল ফোনের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে মেইনরোড়ের রায় টেলিকমে এই চুরি সংঘঠিত হয়।
দোকান মালিক শাওন রায় জানান, অজ্ঞাত চোরেরা দোকানের ছাউনির টিন কেটে বিভিন্ন মডেলের ৭০ পিস মোবাইল সেট ও নগদ ১ লাখ ২০ হাজার টাকা নিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ নিয়ে গত ৩ মাসে মোরেলগঞ্জ সদরে কমপক্ষে ৫টি দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
গত ১ এপ্রিল অনেকটা ডাকাতির ধরনেই চুরি হয় মোরেলগঞ্জের ইউএনও ওবায়দুর রহমানের বাংলোয়। একটি ৪২ ইঞ্চি টিভিসহ দেড় লাখ টাকার মালামাল নিয়ে যায় চোরেরা। ইউএনও এসময় প্রশিক্ষণে দেশের বাইরে ছিলেন।
বিডি-প্রতিদিন/২৯ এপ্রিল ২০১৬/শরীফ