মাদারীপুর সদর হাসপাতালে এক চিকিৎসককে লাঞ্ছিত করার অভিযোগে ডাকা ধর্মঘট ৭ দিন পর শুক্রবার সকালে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানের হস্তক্ষেপে প্রত্যাহার করে নিয়েছে চিকিৎসকরা।
হাসপাতাল ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসক খন্দোকার মাইনুল হাসানকে লাঞ্ছিতের অভিযোগ এনে ২২ এপ্রিল সকাল থেকে চিকিৎসকরা ধর্মঘট শুরু করে। এই ঘটনায় টানা ৭ দিন ধর্মঘটের পর শুক্রবার সকালে সদর হাসাপাতালের সম্মেলন কক্ষে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি, চিকিৎসকসহ সংশ্লিষ্টদের সাথে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বৈঠক করেন। এসময় দোষীদের আইনের আওতায় এনে বিচারের আশ্বাস দিলে চিকিৎসকরা ধর্মঘট প্রত্যাহার করে নেন।
এসময় নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান ছাড়াও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. দিলীপ কুমার দাস, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিক খান প্রমুখ।
উল্লেখ্য, শুক্রবার ভোর রাতে মাদারীপুর শহরের কলেজ রোড এলাকার লাল মিয়া শিকদারের স্ত্রী রেনু বেগমকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঐ রোগী মারা যায়। এই ঘটনায় রোগীর আত্মীয় স্বজন কর্তব্যরত চিকিৎসক খন্দোকার মাইনুল হাসানের অবহেলায় রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ তোলে। অপরদিকে লাঞ্ছিতের অভিযোগ এনে চিকিৎসকরা শুক্রবার থেকে চিকিৎসা সেবা বন্ধ করে ধর্মঘট শুরু করে।
বিডি-প্রতিদিন/ ২৯ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন