মুন্সীগঞ্জ জেলা সদরের রামপাল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো: বাচ্চু শেখ ওরফে সিটি বাচ্চুর সন্ত্রাসী কর্মকান্ডে ও হুমকি ধামকির ফলে নির্বচনী প্রচারনা চালাতে পারছে না বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ প্রার্থী মোশারফ হোসেন মোল্লা।
নৌকার পোষ্টার, ব্যানার ও ফেস্টুন ছিড়ে ফেলা, সমর্থকদের মারধর করে গ্রাম ছাড়া করার হুমকিসহ নানান অভিযোগ এনে আওয়ামী লীগ প্রার্থী মোশারফ হোসেন মোল্লা শুক্রবার বেলা সাড়ে ১১ টায় রামপাল ইউনিয়নের পানাম গ্রামে তার নিজ বাড়িতে সাংবাদিকদের নিকট এসব অভিযোগ করেন। এ বিষয়ে প্রশাসনের কাছেও তেমন সহযোগিতা পাচ্ছেন না বলেও অভিযোগ করেন তিনি।
এসময় নৌকার প্রার্থী মোশারফ হোসেন মোল্লা সাংবাদিকদের কাছে আরো বলেন, তার ইউনিয়নে সতন্ত্র প্রার্থী মো: বাচ্চু শেখ ওরফে সিটি বাচ্চু একজন কুক্ষ্যাত সন্ত্রাসী। সাধাণে মানুষের কাছ থেকে ডাকাতি করা টাকায় কিছু মানুষকে এখন কিনে নিয়ে গায়ের জোরে নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘন করছে। নৌকার প্রচারনায় বাধার সৃষ্টি করছে। তার সমর্থকদেরকে অহরহ খুন যখমের হুমকি ধামকি দিচ্ছে। বাচ্চুর বিরুদ্ধে হত্যা ও অস্ত্রসহ এক ডজনেরও বেশী মামলা রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
বিডি-প্রতিদিন/ ২৯ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন