ঈশ্বরদীর ফতেহ মোহাম্মদপুর এলাকায় দুর্বৃত্তের পিটুনি ও ছুরিকাঘাতে বিশাল হোসেন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে। বিশাল যুবদল কর্মী মুরাদ হোসেন হত্যা মামলার আসামি।
এলাকাবাসীর বরাত দিয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিমান কুমার দাশ জানান, শুক্রবার রাত ৯টার দিকে ফতেহ মোহাম্মদপুর এলাকায় বিশালকে একা পেয়ে কয়েকজন যুবক ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং পিটিয়ে আহত করে ফেলে রেখে চলে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে রাত সোয়া ৯টার দিকে ঈশ্বরদী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে আজ শনিবার ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/এস আহমেদ