কুমিল্লার বুড়িচংয়ে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ৭টায় কুমিল্লা-সিলেট মহাসড়কের কাছে একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
জানা যায়, মহাসড়কের রামপুর মিল গেইট সংলগ্ন একটি ডোবায় লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ সকাল সাড়ে ৮টায় ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। তবে উদ্ধারকৃত লাশের পরিচয় পাওয়া যায়নি। লাশের পায়ে আঘাতের চিহ্ণ রয়েছে। শুক্রবার রাতের কোন এক সময় ওই যুবককে হত্যা করে লাশ ডোবায় ফেলে দেয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/ ৩০ এপ্রিল, ২০১৬/ রশিদা