ফেনীর পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচএম রাকিব হায়দারের ওপর হামলার ঘটনায় তিনজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
শুক্রবার পরশুরাম উপজেলার বিভিন্ন স্থান থেকে জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- পরশুরাম পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক আবদুল মান্নান, স্থানীয় যুবলীগ নেতা পারভেজ ও রাশেদুল হাসান।
ফেনী গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবুল কালাম আজাদ তিনজন আটকের তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সকালে পরশুরাম উপজেলার চিথলীয়া এলাকার ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ এলাকায় সরকার দলীয় স্থানীয় নেতাকর্মীদের হামলার শিকার হন ইউএনও রাকিব হায়দার। তিনি বর্তমানে ফেনী আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিডি-প্রতিদিন/ ০৬ মে ১৬/ সালাহ উদ্দীন