বগুড়ার শেরপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের দুই দিন পর খামারকান্দী ইউনিয়নের ঝাঁজর পঞ্চশক্তি উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্র থেকে খালি ব্যালট বাক্স উদ্ধার হয়েছে।
সোমবার সকালে বিদ্যালয়ের শিক্ষকরা বিদ্যালয়ে আসার পর ঘরের ভেতর একটি খালি ব্যালট বাক্স দেখে উপজেলা নির্বাহী অফিসারকে জানায়। পরে উপজেলা নির্বাহী অফিসার একেএম সরোয়ার জাহান, থানার ওসি খান মো: এরফান, উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান, সংশ্লিষ্ট কেন্দ্রের রিটার্নিং অফিসার ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা একেএম আনোয়ারুল হক ঘটনাস্থলে গিয়ে ব্যালট বাক্স উদ্ধার করে নিয়ে আসেন।
বগুড়ার শেরপুর থানার অফিসার ইনচার্জ খান মো: এরফান জানান, গত ৭ মে শেরপুর উপজেলায় ইউনিয়ন নির্বাচন অনুষ্ঠিত হয়। এর দুই দিন পর ৯ মে বাক্সটি উদ্ধার করা হয়। পরে উপজেলা নির্বাচন কর্মকর্তারা বাক্সটি বুঝিয়ে নিয়েছেন।
বিডি-প্রতিদিন/ ০৯ মে ১৬/ সালাহ উদ্দীন