যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নে নব-নির্বাচিত চেয়ারম্যান মাওলানা নেছার উদ্দিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেছে দুর্বৃত্তরা।
তিনি জামায়াতের সমর্থনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এ ইউনিয়ন থেকে নির্বাচনে দাঁড়িয়েছিলেন। গত ৭ মে এ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়।
এলাকাবাসী জানায়, সোমবার দুপুরের পর তার গ্রামের বাড়ি ছোটপোদাউলিয়া থেকে নায়ড়াতে দাওয়াত খেতে যান। পথে রাজবাড়িয়া দলেররাস্তা এলাকায় একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে ও কুপিয়ে মারাত্মক জখম করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলার বাগআঁচড়ায় একটি ক্লিনিকে ভর্তি করে। পরে সেখান থেকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়।
এ ব্যাপারে ঝিকরগাছা থানার ওসি মোল্যা খবির আহমেদ জানান, বেলা আড়াইটার দিকে মাওলানা নেছারউদ্দিনকে কে বা কারা কুপিয়ে জখম করে ফেলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগআঁচড়ার একটি ক্লিনিকে ভর্তি করে। উন্নত চিকিৎসার জন্যে তাকে সাতক্ষীরায় নিয়ে যাওয়া হয়েছে বলে তিনি শুনেছেন।
বিডি-প্রতিদিন/ ০৯ মে ১৬/ সালাহ উদ্দীন