নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলায় নির্বাচন পরবর্তী সহিংসতা ঘটনায় অভিযুক্ত উপজেলার সোনাদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ.লীগের বিদ্রোহী প্রার্থী ইয়াসিন আরাফাত, আ.লীগ নেতা রহিম, বাদশ ও তানবিরকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।
২শতাধিক নেতা সোমবার নোয়াখালীর আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত উল্লেখিত ৪ জনকে জামিন না-মঞ্জুর করে তাদের কারাগারে প্রেরণ করেন এবং অন্যান্য আসামীদের জামিন মঞ্জুর করেন।
উল্লেখ্য, হাতিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর বিভিন্ন স্থানে হামলা, ভাংচুর ও অর্ধশত নেতা কর্মী আহত হওয়ার ঘটনার হাতিয়া থানায় মামলা হয়।
বিডি-প্রতিদিন/ ০৯ মে ১৬/ সালাহ উদ্দীন