দিনাজপুর রেল স্টেশন থেকে অজ্ঞাত (৪০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে জিআরপি থানা পুলিশ।
সোমবার দুপুর ২টার দিকে দিনাজপুর রেল স্টেশনের টিকিট কাউন্টারের নিকট থেকে এই লাশটি উদ্ধার করা হয়।
সোমবার দুপুরে স্থানীয় দোকানদার ও আগত যাত্রীরা রেল স্টেশনের টিকিট কাউন্টিারের পাশে নিবর-নিথর এক ব্যক্তিকে শুয়ে থাকতে দেখে স্টেশন মাষ্টরকে খবর দেয়। পরে স্টেশন মাষ্টারের খবরের ভিত্তিতে দিনাজপুর জিআরপি থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠান।
দিনাজপুর জিআরপি থানার এসআই মো. জিয়াউল হক জানান, অজ্ঞাত ব্যক্তিটির বয়স আনুমানিক ৩৫-৪০ হতে পারে। তার পরনে ছিল লু্ঙ্গি, সার্ট, জ্যাকেট ও গেঞ্জি। তার সাথে একটি ব্যাগ পাওয়া গেছে। ওই ব্যাগে তার ব্যবহৃত কাপড়সহ কিছু ওষুধ পাওয়া গেছে।
তিনি জানান, কর্তরত স্টেশন মাষ্টারের তথ্যের ভিত্তিতে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ ০৯ মে ১৬/ সালাহ উদ্দীন