বরিশালের উজিরপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা কাওসার আহমেদকে আটক করেছে পুলিশ।
নাশকতা পরিকল্পনার অভিযোগে সোমবার বিকেলে ইচলাদী বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করে থানা পুলিশ।
উজিরপুর থানার এসআই মো. হেমায়েত জানান, নাশকতা করার জন্য জামায়াত নেতা কাওসার কিছুদিন ধরে দলীয় নেতাকর্মীদের নিয়ে ধারাবাহিকভাবে গোপন বৈঠক করছিলো। গোপন সূত্রে এ খবর পেয়ে বিকেলে ইচলাদী বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন এসআই হেমায়েত।
স্থানীয় সূত্র জানায়, জামায়াতের আমীর মতিউর রহমান নিজামীর মৃত্যুদন্ডাদেশ বহালের রায় ঘোষনার দিন উজিরপুরে প্রকাশ্যে বিক্ষোভ মিছিল করে জামায়াত। এরপর থেকেই তাকে খুঁজছিলো পুলিশ।
বিডি-প্রতিদিন/ ০৯ মে ১৬/ সালাহ উদ্দীন