গাইবান্ধা সাদুল্যাপুর উপজেলার কিশামত দুর্গাপুর গ্রামে নিজ মেয়েকে (১৫) ধর্ষণের দায়ে বাবা খাজা মিয়ার (৪৫) যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার জেলার নারী শিশু ও নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রত্নেশ্বর ভট্টাচার্য এ আদেশ দেন।
স্ত্রীর সঙ্গে তালাক হয়ে যাওয়ার পর খাজা মিয়া তার মেয়ের সঙ্গে একই ঘরে থাকতেন। সেই সুবাদে ২০০৮ সালের মার্চ মাসের এক রাতে খাজা মিয়া তার মেয়েকে ধর্ষণ করেন। ওই ঘটনায় মেয়ের বড় ভাই বাদী হয়ে সাদুল্যাপুর থানায় মামলা দায়ের করেন।
নারী ও শিশু নির্যাতন দমন আদালতের পিপি অ্যাডভোকেট মহিবুল হক সরকার মোহন বিষয়টি নিশ্চিত করে জানান, দণ্ডপ্রাপ্ত আসামি কারাগারে রয়েছেন।
বিডি-প্রতিদিন/ এস আহমেদ