জামালপুরে আওয়ামী লীগের ১৯ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আদালতে হাজিরা দিতে গেলে আগে থেকে গ্রেফতার ৯ জন ও আরো ১০ জন নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
সোমবার বকশীগঞ্জ বিকেলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ওয়াহেদুজ্জামান এ আদেশ দেন।
গত ৩ মে উপজেলার কামালপুর ইউনিয়ন নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে বকশীগঞ্জ থানার কনেস্টবল শফিউল্লাহ আহত হন।
পরে ওই ঘটনায় বকশীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আজিজ বাদী হয়ে আওয়ামী লীগের ৫১ নেতাকর্মীর নাম উল্লেখ করে ও ৪০০ অজ্ঞাতপরিচয় নেতাকর্মীর নামে মামলা করেন।
পরে স্থানীয় আরো তিন ব্যক্তি একই নেতাকর্মীদের নাম উল্লেখ করে পৃথক তিনটি মামলা করেন।
এসব মামলার প্রতিবাদে কামালপুর ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী হাসান জোবায়ের হিটলার নির্বাচন বর্জন করেন।
বিডি-প্রতিদিন/ ০৯ মে ১৬/ সালাহ উদ্দীন