ক্লাস চলাকালীন ধসে পড়লো পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পক্ষিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের সামনের বারান্দার পাঁচটি পিলার ও কার্ণিশ। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছে পঞ্চম শ্রেণির ৩২ শিশু শিক্ষার্থী। এ সময় ভয়ে দৌঁড়ে বের হয়ে আসেন শিক্ষক-শিক্ষার্থীরা। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরের দিকে।
ওই বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, হঠাৎ করে বিদ্যালয়ের বারান্দার পাঁচটি পিলার ও কার্ণিশ ধসে পড়ে। এ সময় আতংকিত হয়ে দৌঁড়ে ক্লাস থেকে সব শিক্ষার্থী বেরিয়ে যায়। ভবনটি যেভাবে দাঁড়িয়ে আছে তাতে যে কোন সময় সম্পূর্ণভাবে বিধ্বস্ত হওয়ার শঙ্কা রয়েছে।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক জানান, এ স্কুলভবনটি অনেক আগেই পরিত্যক্ত ঘোষণা করে কর্তৃপক্ষ। ভবন না থাকায় বেড়িবাঁধের বাইরে কারিতাসের নিচতলার খোলা এক ফ্লোরে কোনমতে তাদের অনুমতি নিয়ে চারটি শ্রেণির ক্লাস চলছিল। আর পঞ্চম শ্রেণির ক্লাস চলছিল ঝুঁকিপূর্ণ ভবনটির পূর্বদিকের একটি কক্ষে। কিন্তু এখন আর তা সম্ভব হচ্ছে না।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি রাখাইন ট্যানথান বাবু জানান, দ্রুত একটি ভবন নির্মাণ করা কিংবা জরুরি ভিত্তিতে একটি টিনশেড ভবন নির্মাণ করা জরুরি। বর্তমানে এ বিদ্যালয়টির ১৭৪ জন শিশু-শিক্ষার্থী তাদের লেখাপড়ার সমস্যা নিয়ে চরম বিপাকে আছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আরিফুজ্জামান জানান, দ্রুত একটি নতুন ভবন নির্মাণের জন্য উর্ধতন কর্তৃপক্ষের পরিকল্পনা রয়েছে।
বিডি-প্রতিদিন/ এস আহমেদ