চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন সৈকতের মুখ থেকে ১ হাজার ৬০০ পিস ইয়াবাসহ মো. আলাউদ্দিন (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
সোমবার বিকেলে সন্দেহজনক গতিবিধি দেখে পুলিশ চ্যালেঞ্জ করে তাকে। এরপর তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
পতেঙ্গা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, সৈকতের মুখে সন্দেহজনক গতিবিধির কারণে আলাউদ্দিনকে আটক করি। এরপর তার দেহ তল্লাশি করে ইয়াবাগুলো পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে আলাউদ্দিন জানায়, তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। নগরীর টেরিবাজার এলাকায় ভাড়া বাসায় থাকেন। পতেঙ্গায় ইয়াবা বিক্রির জন্যে এসেছিলেন তিনি।
এসআই মনির বলেন, আলাউদ্দিনের স্বীকারোক্তি অনুযায়ী তার দুই সহযোগীকে ধরতে জামালখান লিচু বাগান এলাকার থিংক ফুড নামের একটি রেস্টুরেন্টে অভিযান চালানো হয়। কিন্তু তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে গা ঢাকা দেন। যেহেতু তাদের নাম-ঠিকানা আমরা পেয়ে গেছি তাই রাতে আবার অভিযান চালানো হবে।
বিডি-প্রতিদিন/ ০৯ মে ১৬/ সালাহ উদ্দীন