বরিশালের ঝালকাঠি নলছিটি উপজেলার দপদপিয়া চৌমাথা এলাকা থেকে মো. আল আমিন খাঁ (২৭) নামে এক যুবকে আটক করেছে র্যাব-৮ এর সদস্যরা।
সোমবার দিনগত রাতে নলছিটি উপজেলার চৌমাথা সড়ক থেকে তাকে আটক করা হয়। আমিন বাকেরগঞ্জ উপজেলার বিরাঙ্গল গ্রামের মো. আবুয়াল খাঁর ছেলে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, চৌমাথা সড়কে বি.এম শফিকুল ইসলামের স্টেশনারি দোকানের সামনের চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানোর সময় একটি বিদেশি পিস্তল ও গুলিসহ তাকে আটক করা হয়। আটক যুবক র্যাবের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার নামে বাকেরগঞ্জ থানায় ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।
বিডি-প্রতিদিন/ ১০ মে ১৬/ সালাহ উদ্দীন