ঝিনাইদহের মহেশপুর উপজেলার বজ্ররাপুর গ্রামে আম পাড়া নিয়ে ঝগড়ার সময় ছোট ভাইয়ের থাপ্পরে বড় ভাই মজিবুর রহমান খোকনের (৬৮) মৃত্যু হয়েছে। আজ সকালের এ ঘটনায় গ্রামবাসী ছোট ভাই আজিবর রহমান মোহনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
নিহত মজিবুর রহমান খোকন বজ্ররাপুর গ্রামে বাসিন্দা এবং এসবিকে ইউনিয়নের ৩নং নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
গ্রামবাসী সুত্রে জানা গেছে, সকালে আম পাড়াকে কেন্দ্র করে খোকন ও তার ছোট ভাই টিএম আজিজুুর রহমান মোহনের মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে মোহন তার বড় ভাইকে এলোপাতাড়ি কিল ঘুষি ও থাপ্পড় মারলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এসময় মোহনকে আটক করে থানায় খবর দেয় গ্রামবাসী।
মহেশপুর ইউএনও আশাফুর রহমান এবং থানায় ওসি আমিনুল ইসলাম বিপ্লব ঘটনাস্থল গিয়ে গ্রেফতারের নির্দেশ দিলে আজিজুর রহমান মোহন নিজেকে কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সহ সম্পাদক পরিচয় দিয়ে তাদেরকে লাঞ্চিত করার চেষ্টা করে। এ সময় পুলিশ তাকে আটক করে মহেশপুর থানায় নিয়ে আসে।
গ্রামবাসী আরো জানান, মোহন জোরপূর্বক তার মায়ের কাছ থেকে ৩ বিঘা জমি লেখে নেয়। এ নিয়ে ভাই বোনদের মধ্যে বিরোধ চরম আকারে ধারন করে। সম্প্রতি তার কানাডা প্রবাসী বড় বোন রানী খাতুন এসে এসবের প্রতিবাদ করলে তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। তিনি মহেশপুর থানায় গিয়ে মামলা করতে গেলেও ওই সময় থানা মোহনের বিরুদ্ধে মামলা নিতে অপারগতা প্রকাশ করে।
মহেশপুর থানা ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান, ইউএনও স্যার ও আমি ঘটনাস্থলে গেলে টিএম আজিজুুর রহমান মোহন উত্তেজিত হয়ে লাঞ্চিত করার চেষ্টা করে। জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে।