রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় ছয়জন আহত হয়েছে। আহতরা হলেন- সুবির চাকমা, শিক্ষক কামরুল নাহার, মাকসুদা খানম, খুশী নাহার, আশিষ কুমার দে, ও ধর্মচরণ চাকমা। মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে শহরের আসামবস্তী-কাপ্তাই সড়কের বড়াদম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে কাপ্তাই গোলাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাঁচজন শিক্ষক নিয়ে একটি সিএনজি চালিত অটোরিক্সা রাঙামাটি শহরে আসছিল। কিন্তু গাড়িটি আসামবস্তী বড়াদম এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পশের গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে চালকসহ পাঁচ শিক্ষক গুরুত্বর আহত হয়। খবর পেয়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
রাঙামাটি জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, আহতদের মধ্যে আশীষ কুমার দের অবস্থা শোচনীয়। তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
রাঙামাটি কোতয়ালী থানার কর্মকর্তা মো. রশিদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/ এস আহমেদ