নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকের সঙ্গে যাত্রীবাহী লেগুনার মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৮ জন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সাওঘাট এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বগুড়া জেলার সদর উপজেলার ফুলবাড়ী মধ্যপাড়া এলাকার খন্দকার শাহজাহান আলীর ছেলে খন্দকার শামীম আহাম্মেদ (৩৩) ও তার স্ত্রী নাসিমা বেগম (২৫)।
কাঁচপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সোহরাব হোসেন জানান, রাত সাড়ে ১০টার দিকে নরসিংদীগামী ট্রাকের সঙ্গে ভুলতাগামী যাত্রীবাহী লেগুনার মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই খন্দকার শামীম আহাম্মেদ ও তার স্ত্রী নাসিমা বেগম মারা যান। এ সময় লেগুনাতে থাকা আরও অন্তত আট জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় ও ঢাকাস্থ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত লেগুনা উদ্ধার ও ঘাতক ট্রাক আটক করলেও চালক-হেলপার পালিয়ে গেছে।
বিডি-প্রতিদিন/ এস আহমেদ