ময়মনসিংহ-১-(হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সদ্য প্রয়াত সংসদ সদস্য সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিন এমপি চিরনিদ্রায় শায়িত হলেন।
শুক্রবার বেলা ৩ টার দিকে হালুয়াঘাট উপজেলার নিজ বাড়ির প্রধান ফটকের বাঁ পাশে তাকে সমাহিত করা হয়। এ সময় পরিবারের সদস্য, নিকট আত্মীয় স্বজনদের কান্নায় এক হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়।
এর আগে সকাল ৯ টায় পারিবারিক প্রার্থনার মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু করা হয়। পরে মরদেহ সকলের ফুলেল শ্রদ্ধা ও একনজর দেখার জন্য বিড়ইডাকুনী উচ্চ বিদ্যালয় মাঠে রাখা হয়। এখানে পর্যায়ক্রমে দেশের বিভিন্ন স্থান থেকে আসা হাজারো মানুষ ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। এসময় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত আহম্মদ হোসেন, বিএনপির সাবেক সাংসদ আফজাল এইচ খান, দুর্গাপুর-কলমাকান্দার এমপি ছবি বিশ্বাস, উপজেলা বিএনপির যুগ্ম- আহবায়ক আলী আজগর, উপজেলা চেয়ারম্যান ফারুক আহম্মদ খান, ভূবনকুড়া ইউনিয়নের চেয়ারম্যান সুরুজ মিয়াসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রায় ৩ ঘন্টা ব্যাপী এ অনষ্ঠানের পর গার্ড অব অর্নার দেওয়ার কার্যক্রম সম্পন্ন করা হয়। এরপর মরদেহ বিড়ইডাকুনী ক্যাথলিক চার্চে রাখা হয় বিশেষ ধর্মীয় কার্যক্রম ও প্রার্থনা সভার জন্য। দুই ঘন্টার এই অনুষ্ঠান শেষে পুনরায় মরদেহ নেওয়া হয় তার বাড়িতে। সেখানেই পারিবারিক প্রার্থনা শেষে বাড়ির প্রধান ফটকের বাঁ পাশে তাকে সমাহিত করা হয়।
এদিকে বৃহস্পতিবার রাত ৯ টার দিকে জাতীয় সংসদ ভবন থেকে অ্যাডভোকেট প্রমোদ মানকিনের মরদেহ ময়মনসিংহের ভাটিকাশর ক্যাথলিক গির্জায় আনা হয়। এ সময় তার মরদেহে শেষ শ্রদ্ধা নিবেদন করেন ধর্মমন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান, বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন, জেলা প্রশাসক মোস্তাকীম বিল্লাহ ফারুকি, রেঞ্জ ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, জেলা পুলিশ সুপার মঈনুল হক, ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামুল হক টিটুসহ বিভিন্ন রাজনীতিক, পেশাজীবি এবং সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা।
পরে রাত সাড়ে ১১ টার দিকে তার মরদেহ সড়কপথে হালুয়াঘাটের নিজ বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।
বিডি-প্রতিদিন/ ১৩ মে ১৬/ সালাহ উদ্দীন