মাদারীপুরে পাখিদের জীববৈচিত্র্য রক্ষার জন্য বিভিন্ন গাছে বসানো হয়েছে মাটির হাড়ি। প্রাকৃতিক দুর্যোগ ও পাখি বিলুপ্তির কথা চিন্তা করে এ উদ্দ্যোগ নেয়া হয়েছে বলে জানা গেছে।
পরিবেশবাদী সংগঠন ফ্রেন্ডস অফ নেচারের নির্বাহী পরিচালক রাজন মাহমুদ নিজ উদ্যোগে পরিবেশ রক্ষার স্বার্থে পাখি রক্ষায় বিভিন্ন গাছে এসব হাঁড়ি বসিয়েছেন।
ফ্রেন্ডস অফ নেচারের নির্বাহী পরিচালক রাজন মাহমুদ বলেন, পাখির নিরাপদ আশ্রয়, পাখি রক্ষা ও তাদের ডিম দেয়ার জন্য হাঁড়িগুলো বসানো হয়েছে। এতে ঝড়, বৃষ্টি, রোদ থেকে পাখিরা বাঁচবে। হাড়িগুলোতে ছোট ছোট ছিদ্র করে দেয়া হয়েছে। এতে বৃষ্টির পানি ঢুকলেও নিচের ছিদ্রগুলো দিয়ে তা পড়ে যাবে।
তাছাড়া হাড়ির দুদিকে বড় দুটি মুখ রাখা হয়েছে। একদিক দিয়ে পাখি ঢুকলে আবার সোজা অপর মুখ দিয়ে বের হয়ে যেতে পারবে। এতে করে পাখির হাড়ির মধ্যে ঢুকতে ও বের হতে কোন বাধা বা সমস্যা হবেনা। আশা করছি আগামী দু’মাসের মধ্যে শহর ও গ্রামে প্রায় এক হাজার হাড়ি বসানো হবে। এতে করে বিলুপ্তপ্রায় পাখীগুলো রক্ষা পাবে এবং হাড়িগুলোতে বাসা বেধে বংশ বিস্তার করতে পারবে।
আইয়ুব আলী মোল্যা নামের ৭০ বছর বয়সী এক পথচারী বলেন, বর্তমানে মানুষের প্রতি ভালোবাসায় দেখা যায়না। আর পাখির প্রতি এমন ভালোবাসা। সত্যিই আমাদের অবাক করেছে।
বিডি প্রতিদিনি/ ১৩ মে, ২০১৬/ হিমেল-১৬