খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের মাটিরাঙ্গার বাইল্যাছড়ি মাদ্রাসার সামনে শান্তি পরিবহণ নামেন কোস্টারের নিচে চাপা পড়ে মাদ্রাসাছাত্রী সুমাইয়া আকতার (৬) ঘটনাস্থলেই নিহত হয়।
শুক্রবার দুপুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনার পর পরই এলাকাবাসী ও মাদ্রাসার ছাত্ররা মিলে সড়ক অবরোধ করে বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করে। পরে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দীর্ঘ ১ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।
জানা গেছে, বাইল্যাছড়ি মাদরাসার সামনে রাস্তা পারা হওয়ার সময় খাগড়াছড়ি থকে ছেড়ে আসা চট্টগ্রামগামী শান্তি পরিবহনের (চট্টমেট্টো-থ-১১-০২২৩) একটি কোস্টার সুমাইয়াকে চাপা দিলে সে ঘটনাস্থলেই নিহত হয়। সে মাটিরাঙ্গা দারুচ্ছুন্নাহ মাদরাসা ও হেফজখানার প্রথম শ্রেণির ছাত্রী।
কোস্টারটি ও তার চালক মো. রুবেল হোসেনকে গুইমারা থানা পুলিশ আটক করেছে।
মাটিরাঙ্গা থানার ওসি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় আটক চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৩ মে ১৬/ সালাহ উদ্দীন