জয়পুরহাট সদর ও ক্ষেতলাল উপজেলায় বজ্রপাতে দুই শ্রমিক নিহত হয়েছেন। এঘটনায় নারীসহ আরো দুই জন আহত হয়েছেন।
আজ সকালে বজ্রপাতসহ বৃষ্টিপাতের মধ্যে ধান কাটার সময় জয়পুরহাট সদর উপজেলার তুলশীগঙ্গা নদী তীরবর্তী সতিঘাটা গ্রামে রফিকুল ইসলাম (৩৩) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত রফিকুল ইসলাম কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ইসমাইল হোসেনের ছেলে।
একই সময় ক্ষেতলাল উপজেলার ঘুগইল গ্রামে মানিক মিয়া (৩৫) নামে আরো এক দিন মজুরের মৃত্যু হয়েছে। নিহত মানিক একই গ্রামের আসালুজ্জামানের ছেলে।
এছড়া বজ্রপাতে ক্ষেতলাল উপজেলার ঘুগইল গ্রামের আফজাল হোসেন (৪০) ও সদর উপজেলার বেড়ইল গ্রামের নিশিকান্তের স্ত্রী গায়ত্রী রানী (৩২) নামে দুই জন আহত হয়েছেন। আহতদের ক্ষেতলার উপজেলা স্বাস্থ্র কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন ও ক্ষেতলাল থানার উপ-পরিদর্শক রশিদ ভদ্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিনি/ ১৩ মে, ২০১৬/ হিমেল-১৭