বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় আটকের পর মিয়ানমারের ৫২ নাগরিকে পুশব্যাক করেছে বিজিবি।
বিজিবির ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান শুক্রবার ঘুমধুম সীমান্তের বেতবুনিয়া বাজার ও তুমব্রু পশ্চিমকূল এলাকা দিয়ে শূন্যরেখা পেরিয়ে বাংলাদেশের অনুপ্রবেশের সময় তাদের আটক করে ফেরত পাঠানো হয়।
তিনি জানান, সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত অভিযান চালিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের সময় মিয়ানমারের নাগরিক ৩৫ জন পুরুষ ও ১৭ জন নারীকে আটক করে বিজিবি।
বিডি-প্রতিদিন/ ১৩ মে ১৬/ সালাহ উদ্দীন