সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ১২ ইউনিয়নের মধ্যে ৫টি ইউনিয়নে বিএনপিসহ অন্য কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় আওয়ামী লীগ প্রার্থীরা বিজয়ের পথে।
বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিতরা হলো-সোনামুখী ইউনিয়নে শাহজাহান আলী, গান্ধাইলে আশরাফুল আলম, মনসুরনগরে রাজমোহর, তেকানী ইউনিয়নে হারুনার রশীদ ও খাসরাজবাড়ি ইউনিয়নে গোলাম হোসেন।
বৃহস্পতিবার প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ওই ৫ ইউনিয়নে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়ায় প্রার্থীরা জয়ের পথে রয়েছে।
এছাড়াও চালিতাডাঙ্গা, মাইজবাড়ী ও নাটুয়ারপাড়া ইউনিয়ন তিনটিতে বিএনপি কোন প্রার্থী দিতে না পারায় স্বতন্ত্র প্রার্থীদের সাথে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বীতা হচ্ছে। তবে শুভগাছা, নিশ্চিন্তপুর, চরগিরিশ ও কাজিপুর সদর ইউনিয়নে আওয়ামী লীগের পাশাপাশি বিএনপি প্রার্থীরা প্রতিদ্বন্দ্বীতা করছেন।
উপজেলা নির্বাচন অফিসার আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। ২৮ মে উপজেলার ১২ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিডি-প্রতিদিন/ ১৩ মে ১৬/ সালাহ উদ্দীন