প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এ্যাডঃ মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার (এমপি) বলেছেন, চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিজেদের শোচনীয় পরাজয়ের পর বিরোধী দল নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা চালাচ্ছে। তাদের সাথে সুর মিলিয়েছে তথাকথিত কিছু বুদ্ধিজীবি।
শুক্রবার দুপুর ১২টায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা আওয়ামী লেগের দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলে।
এসময় তিনি বলেন, যদি আওয়ামী লীগ নির্বাচনকে প্রভাবিত করতো তাহলে মন্ত্রী হিসেবে আমার এলাকায় বিএনপির প্রার্থী জয় লাভ করে কিভাবে। বিরোধীরা ভোট নিয়ে অন্ধকে হাতি দেখার মতো কল্পকাহিনী শোনায়।
স্থানীয় নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, আওয়ামী লীগ করবেন আর দলীয় প্রধান হিসেবে শেখ হাসিনার সিদ্ধান্তকে মানবেন না এটা হবে না। নৌকা প্রতীক প্রদান করেছেন দলীয় প্রধান শেখ হাসিনা। অতএব এর বাইরে গেলে ব্যবস্থা গ্রহণ।
দলীয় প্রার্থীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, আপনি যদি ক্যাডার নির্ভন হন তাহলে আপনার পাশে শুধু ক্যাডাররাই থাকবে। জনগণ থাকবেনা। সুযোগ সন্ধানীরা যদি সুযোগ সুবিধা পায় তাহলে নিবেদিত কর্মীরা ব্যাথা পায়। কয়েক জনের হাত তালি পাওয়ার জন্য নেতাকর্মীদের মনে ব্যাথা দিবেন না।
বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকার সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক কালিপদ রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ করিমুল ইসলাম চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ নুর ইসলাম, যুগ্ন সম্পাদক মোঃ রাজিউর রহমান রাজু, মোঃ শামীম ফিরোজ আলম, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ মোশারফ হোসেন বাবুল, সাধারণ সম্পাদক প্রভাষক রফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি নুরিয়াস সাঈদ সরকার, সাধারণ সম্পাদক মোঃ মোছাদ্দেক হোসেন এবং ১১টি ইউনিয়নের দলীয় চেয়ারম্যান পদ প্রার্থীসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিনি/ ১৩ মে, ২০১৬/ হিমেল-২৩