আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নোয়াখালীর চাটখিল উপজেলায় ছাত্রলীগের এক গ্রুপের উপর অন্য গ্রুপ হামলা চালিয়েছে। এতে ওই ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গুলিবিদ্ধসহ অন্তত ৫ জন আহত হয়েছে।
শুক্রবার দুপুর ১টার দিকে ইয়াছিন হাজীর বাজারে এ ঘটনা ঘটে। আহতরা হচ্ছেন, নোয়াখলা ইউনিয়ন পশ্চিম ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম শাকিল (২৫) ও ছাত্রলীগ কর্মী রুবেল (২৩)’সহ ৫জন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ছাত্রলীগ নেতা শাকিল ও রুবেলসহ কয়েকজন নেতাকর্মী ইয়াছিন হাজীর বাজারের একটি চায়ের দোকানে বসে ছিলেন। এসময় নোয়াখলা ইউনিয়ন ছাত্রলীগ নেতা শরীফ’সহ কয়েকজন নেতাকর্মী বাজারে এসে শাকিলদের ওপর অর্তকিত হামলা চালিয়ে তাদের এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। পরে শাকিলসহ তার কর্মীরা ওই স্থান থেকে পালাতে চেষ্টা করলে হামলাকারীরা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে শাকিল ও রুবেল গুলিবিদ্ধ হয়।
পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিম উদ্দিন জানান, ইয়াছিন হাজীর বাজারে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে বলে শুনেছি। তবে এ বিষয়ে থানায় কোন অভিযোগ আসেনি।
বিডি প্রতিদিনি/ ১৩ মে, ২০১৬/ হিমেল-২৪