মাদারীপুর সদর উপজেলার পাঠককান্দি এলাকায় নদীতে ডুবে ইমরান খান নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
আজ দুপুরে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে তার মৃত্যু হয়।
সে সরকারী নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ও পাঠককান্দি এলাকার খলিল খানের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ দুপুরে আড়িয়াল খা নদে গোসল করতে যায় ইমরান। এরপর থেকে সে নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখোঁজির পর সন্ধ্যা ৭টার দিকে তার লাশ নদী থেকে উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিনি/ ১৩ মে, ২০১৬/ হিমেল-২৬