সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে ঝন্টু খন্দকার (৫৫) নামে এক ব্যক্তি মারা গেছে। সে উপজেলার বিনায়েতপুর গ্রামের লেবু খন্দকারের ছেলে।
এছাড়াও সলঙ্গার রশিদপুর গ্রামের কলি খাতুন এবং কামারখন্দের বাজার ভদ্রঘাট গ্রামের ওমর ফারুক নামে আরো দু'জন আহত হয়েছে।
উল্লাপাড়া থানার ওসি (তদন্ত) খাজা গোলাম কিবরিয়া জানান, শুক্রবার সকালে মাঠে কাজ করার সময় ব্রজপাতে ঝন্টু মারা যায়। এর আগে বৃহস্পতিবার বিকেলে আরো বজ্রপাতে দু'জনের মৃত্যু হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৩ মে ১৬/ সালাহ উদ্দীন