পটুয়াখালীর কলাপাড়ায় পুকুরের পানিতে ডুবে রাশিদা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে তার ভাসমান মৃতদেহ দেখতে পায় পরিবারের সদস্যরা। মৃতের স্বামীর নাম আব্দুর রাজ্জাক। এ ঘটনাটি ঘটেছে লালুয়ার মেরাউপাড়া গ্রামে।
কলাপাড়া থানার ওসি জিএম শাহনেওয়াজসহ পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ধারনা করা হচ্ছে পুকুরঘাটে হাত-পা ধোওয়ার জন্য গেলে স্ট্রোক করে এ ঘটনাটি ঘটেছে।
বিডি-প্রতিদিন/ ১৩ মে ১৬/ সালাহ উদ্দীন