কুমিল্লায় জাহাঙ্গীর আলম (৩০) নামের এক যুবলীগ নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।
শুক্রবার বিকালের দিকে জেলার মনোহরগঞ্জ উপজেলার সরসপুর ইউনিয়নের দক্ষিণ বাতাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর ওই গ্রামের আহসান উল্লাহর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঠিকাদার হিসেবে যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম কিছু দিন পূর্বে এলাকায় একটি রাস্তা নির্মাণ করেন। কিন্তু এলাকার লোকজন ওই রাস্তা দিয়ে ভারী যানবাহনের মাধ্যমে ইট, বালু ও সিমেন্ট পরিবহন করায় রাস্তা ভেঙ্গে যাওয়ার আশংকায় তিনি যানবাহন চলাচলে বাধা দেন। এ নিয়ে গত ২ দিন যাবৎ এলাকার কিছু লোকজনের সাথে তার বিরোধ চলে আসছিল। শুক্রবার বিকালের দিকে স্থানীয় লোকজনের সাথে রাস্তায় যানবাহন চলাচল নিয়ে তার সাথে পুনরায় বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে স্থানীয় ১০/১২ জনের একটি দল তাকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে তার স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
মনোহরগঞ্জ থানার ওসি বিপুল চন্দ্র ভট্ট জানান, ‘এ ঘটনায় নিহতের ছোট ভাই আলমগীর হোসেন বাদি হয়ে ১০ জনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেছেন। শনিবার কুমেক হাসপাতাল মর্গে নিহতের মরদেহের ময়নাতদন্ত করা হবে।’
বিডি-প্রতিদিন/ ১৩ মে ১৬/ সালাহ উদ্দীন